Wellcome to National Portal
Main Comtent Skiped

Recent Activities

১. পরিবার পরিকল্পনা সহ প্রজনন স্বাস্থ্যসেবা  সহজলভ্য করে সক্ষম দম্পতিদের কাছ পদ্ধতির প্রাপ্যতা নিশ্চিত করা।

২.  সকল  সক্ষম  দম্পতি বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বাড়ি বাড়ি  সেবা ব্যবস্থা অব্যাহত  এবং মাঠ পর্যায়  হতে রেফারেল  ব্যবস্থা নিশ্চিত করা ।

৩. অবহিতকরণ ও সেচ্ছায়  সম্মতির ভিত্তিতে সকল  সক্ষম দম্পতিকে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে উৎসাহ প্রদান করা ।

৪. স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  সম্পর্কিত  তথ্য ও সেবার অপূর্ণ চাহিদা  সম্বলিত  দম্পতিদের চিহ্নত করে সেবা  প্রদান নিশ্চিত করা ।

৫. নব-দম্পতি , কিশোর-কিশোরী ও এক বা দুই সন্তানের   দম্পতিদের  অগ্রাধিকার ভিত্তিতে পরিবার পরিকল্পনা  সেবার আওতায় নিয়ে আসা ।

৬. বিদ্যমান  উপজেলা, ইউনিয়ন ও কমিউনিটি পর্যায়ে  অবস্থিত  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা কেন্দ্রসহ স্যাটেলাইট  ।

৭. বেসরকারী ও ব্যক্তি খাতের অংশগ্রহণের মাধ্যমে গ্রহীতা সেবা নিশ্চিত করা ।

৮.  ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে  (২৪/ ৭) দিবা-রাত্রি নিরাপদ প্রসবসেবা নিশ্চিত করা ।

৯.  মাঠ পর্যায়ে বাস্তবায়িত পরিবার  পরিকল্পনা , মা ও শিশু স্বাস্থ্য এবং  কিশোর-কিশোরী সেবা মনিটরিং করা ।

১০. পরিবার পরিকল্পনা  , মা ও  শিশু স্বাস্থ্য কার্যক্রম এবং উপকরণ ও সরবরাহ মাসিক প্রতিবেদন পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য এবং উপকরণ ও সরবরাহ  এবং বাৎসরিক প্রতিবেদন।

১১. ইএমআইএস  ব্যবহারকারী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ  কেন্দ্রের সংখ্যা ।

১২. পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন আয়োজন  ।

১৩. সামাজিক নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী এবং  ধর্মীয় নেতৃবৃন্দের মাঝে পরিবার পরিকল্পনা , মা ও শিশু স্বাস্থ্য কিশোর-কিশোরীর প্রজনন স্বাস্থ্য বিয়ষক সচেতনতা মূলক কর্মশালা  আয়োজন।

১৪. মাঠ পর্যায়ে পণ্যের মজুদ ও বিতরণ নিশ্চিত করা ।

১৫. বাড়িতে (0) জিরো হোম ডেলিভারীর উদ্ভোদ্ধ করা । শতভাগ  প্রাতিষ্ঠানিক প্রসব সেবা গ্রহণে উদ্ভোদ্ধ করা

১৬. প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে উদ্ভোদ্ধ করা ।